৪৩ কোটি টাকা লন্ডারিং, তিন জন গ্রেফতার

৪৩ কোটি টাকা মানি লন্ডারিং মামলায় ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় দিনাজপুরের কাহারোল উপজেলার দশ মাইল মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার আসামিরা হলেন- বরিশাল গৌরনদী নলচিড়া এলাকার গোলাম হোসেনের ছেলে আবু জোবায়ের হোসেন রাব্বি, মাদারীপুর সদরের কুলপদ্বী এলাকার খলিলুর রহমানের ছেলে সালেহ উদ্দীন মুরাদ ও টাঙ্গাইল নাগপুরের মহবতপুর এলাকার হামিদুলের ছেলে আজিজুল হক ওরফে সুমন। 

পুলিশ সূত্রে জানা গেছে, এ আর ই-কমার্স নামে একটি প্রতিষ্ঠানে জোবায়ের পরিচালক ও আজিজুল হক ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করেন। অপরদিকে, সালেহ উদ্দীন একই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে  কর্মরত আছেন। তারা বিভিন্ন জিনিসপত্র দেওয়ার নাম করে টাকা নিতেন। কিন্তু টাকা নিয়ে পরে গ্রাহকের প্রত্যাশিত পণ্য দিতেন না। ভুক্তভোগীরা মামলা করলে তারা পালিয়ে যান। তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, মানি লন্ডারিংসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে কাহারোল থানার ওসি রইস উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমারা জানতে পারি, তারা দশমাইল এলাকায় অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।