আগুনে পুড়ে ছাই দিনমজুরের ৪ ঘর

কুড়িগ্রামের রাজারহাটে অগ্নিকাণ্ডে এক দিনমজুরের চার‌টি ঘর ও ঘ‌রে থাকা ধান-চালসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (৩ মে) দুপুরে উপজেলার চা‌কিরপশার ইউনিয়নের র‌তিরাম কমলওঝা গ্রামে এ ঘটনা ঘটে। ঘ‌রে থাকা ফ্রিজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।

ভুক্ত‌ভোগী দিনমজুরের নাম আজবাহার আলী। অগ্নিকা‌ণ্ডে তার চার‌টি ঘর ও ধান-চালসহ অন্তত তিন লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

কুড়িগ্রাম২

স্থানীয় শামীম সরকার জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা আগুন নেভা‌নোর জন্য এগিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ওই দিনমজুরের সবক‌টি ঘর, ঘ‌রে থাকা ধান-চাল, কাপড়, আসবাবপত্র সব পুড়ে যায়। কোনও কিছুই রক্ষা হয়নি।

রাজারহাট ফায়ার সার্ভিসের লিডার আখতারুজ্জামান সওদাগর বলেন, ঘ‌রে থাকা ফ্রিজ থেকে আগুনের সূত্রপাত হ‌য়ে‌ছে। দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হ‌য়ে‌ছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।