ব্রহ্মপুত্রে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, গর্তে প‌ড়ে শিশুর মৃত্যু

কু‌ড়িগ্রা‌মের রৌমারী উপ‌জেলায় ব্রহ্মপুত্র ন‌দে বালু উ‌ত্তোলনের ফ‌লে সৃষ্ট গর্তে প‌ড়ে এক শিশুর মৃত্যু হ‌য়ে‌ছে। শ‌নিবার (১৩ মে) দুপু‌রে উপ‌জেলার যাদুরচর ইউ‌নিয়‌নের ৪ নম্বর ওয়া‌র্ডের ধনারচর চরের গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে। ওই ওয়া‌র্ডের ইউ‌পি সদস্য আব্দুল বা‌তেন এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। 

মারা যাওয়া ‌না‌হিদ হাসান (১০) ধনারচর চরের গ্রা‌মের নজরুল ইসলাম-নাজমা খাতুন দম্প‌তির ছে‌লে। শ‌নিবার বিকা‌লে ফায়ার সার্ভিসের ডুবু‌রি দল ব্রহ্মপু‌ত্রে অনুসন্ধান চালি‌য়ে না‌হি‌দের লাশ উদ্ধার ক‌রে।

স্থানীয়রা জানান, ওই গ্রা‌মের পা‌শে ব্রহ্মপুত্র ন‌দে পাঁচটি ড্রেজার ব‌সি‌য়ে অ‌বৈধভা‌বে বালু উ‌ত্তোলন কর‌ছেন ব্যবসায়ীরা। ন‌দের ওই স্থা‌নে বে‌শি পা‌নি নেই। গ্রা‌মের শিশুরা প্রতি‌দিন ন‌দে নে‌মে গোসল ক‌রে। শ‌নিবার দুপু‌রে না‌হিদ ও তার সঙ্গীরা গোসলে না‌মে। এ সময় না‌হিদ বালু উ‌ত্তোল‌নে সৃষ্ট গর্তে প‌ড়ে নি‌খোঁজ হয়। খবর পে‌য়ে স্থানীয়রা এবং ফায়ার সা‌র্ভিসের ডুবু‌রি দল অভিযান চালিয়ে না‌হি‌দের লাশ উদ্ধার ক‌রে।

রৌমারী উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ‌বিএম সা‌রোয়ার রা‌ব্বী ব‌লেন, ‘আমরা ঘটনাস্থ‌লে এসে‌ছি। অ‌বৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’