সাঁতরে নদী পার হচ্ছিলেন, তলিয়ে মৃত্যু

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্রের শাখা নদ সাঁতরে পার হতে গিয়ে নুর ইসলাম (৬০) নামে এক কৃষক নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে তার লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। বুধবার (২৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের শাখাহাতির চর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম ওই ইউনিয়নের শাখাহাতি চরের মৃত. মোহর মিস্ত্রির ছেলে। তবে তিনি ওই ইউনিয়নের মানুষমারা চরে বসবাস করতেন। অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করতেন। আজ সকাল ৮টার দিকে তিনি হাটে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে রওনা হন।

নিখোঁজ ব্যক্তির স্বজন ও স্থানীয়রা জানান, সকালে নুর ইসলাম ও বাবলু মিয়া নামে দুই ব্যক্তি উপজেলার জোড়গাছ হাটে ঈদের কেনাকাটা করার উদ্দেশে শাখাহাতির খেয়া ঘাটে যাচ্ছিলেন। ঘাটে যাওয়ার পথে শাখাহাতি চরের পাশে ব্রহ্মপুত্রের একটি ছোট শাখা সাঁতরে পার হতে গিয়ে বাবলু অপর প্রান্তে পৌঁছালেও নিখোঁজ হন নুর ইসলাম। বাবলুর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালান। প্রায় চার ঘণ্টার চেষ্টায় স্থানীয়দের বড়শি ও জালের সহায়তায় পানির তলদেশে সন্ধান মেলে। তবে ততক্ষণে নুর ইসলাম জীবিত ছিলেন না। তার নিথর দেহে ছিল না ঈদের কেনাকাটা করার কোনও স্পন্দন।

ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয়দের চেষ্টায় তার লাশ উদ্ধার করা হয়েছে। ঈদের আগের দিন এমন ঘটনায় পরিবারটি ঈদ আনন্দ শোকে পরিণত হলো। পারিবারিকভাবে তার দাফনের ব্যবস্থা করা হচ্ছে।