পাম্পের পানিতে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামের রৌমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও এক শিশু। বুধবার (৫ জুলাই) দুপুরে উপজেলার চর শৌলমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশুর নাম মাহি আক্তার (৯) ও বিন্দু আক্তার (৯)। এদের মধ্যে মাহি সোনাপুর গ্রামের সোনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলামের মেয়ে এবং বিন্দু একই গ্রামের বদ্দি মিয়ার মেয়ে। আহত শিশুর নাম মারিয়া আক্তার (৮)।

নিহত মাহির চাচা মান্নান জানান, মাহি, বিন্দু ও মারিয়া খেলার সাথী। বুধবার বেলা ১১টার দিকে তারা খেলতে যায়। এক সময় তারা গোসল করতে বাড়ির টিউবওয়েলর সঙ্গে সংযুক্ত পাম্প মোটরের সুইচ চালু করে। সম্ভবত পাম্পমোটরটির বিদ্যুৎ সংযোগের ত্রুটির কারণে এর পানি ও সংযুক্ত টিউবওয়েলটি বিদ্যুতায়িত হয়েছিল। ওই পানি ও টিউবওয়ের সংস্পর্শে তিন শিশুই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে মাহি ও বিন্দুকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে জানান।

মান্নান বলেন, ‘পারিবারিকভাবে দুই শিশুকে দাফনের ব্যবস্থা করা হয়েছে।’

রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. নিপা রানী সাহা বলেন, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

রৌমারী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোশাহেদ খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে এলে বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।