লালমনিরহাটে নেসকোর নির্বাহী প্রকৌশলীকে বরখাস্ত

সংবাদমাধ্যমে বিধিবহির্ভূত বক্তব্যের দেওয়ার অভিযোগে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) লালমনিরহাটের (কালীগঞ্জ বিক্রি ও বিতরণ) নির্বাহী প্রকৌশলী রকি চন্দ্র দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে রংপুর পিএলসিতে সংযুক্ত করেছে কর্তৃপক্ষ।

বুধবার (৩০ আগস্ট) নেসকোর উপ-মহাব্যবস্থাপক রহমত উল্লাহ স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ দেওয়া হয়। এতে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুরোধক্রমে এ দেশ জারি করা হলো। এই সময়ে তিনি কেবল খোরকি ভাতা উত্তোলন করতে পারবেন। নেসকো রংপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী মোখলেছুর রহমান নির্বাহী প্রকৌশলী রকি চন্দ্র দাসের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত মঙ্গলবার তিনি সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদের বিপক্ষে বিবৃতি দেন। সেখানে তিনি তার অফিস ভাঙচুরসহ বেশ কিছু অভিযোগ করেন। পরে তার রেকর্ড করা বক্তব্য গণমাধ্যমসহ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ওই দিনই তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে নেসকো।

এদিকে, অভিযোগ উঠেছে, সমাজকল্যাণমন্ত্রীর ছেলে রাকিবুজ্জামান রকি চন্দ্র দাসকে তার ব্যক্তিগত চেম্বারে দেখা করতে বলেছিলেন। কিন্তু এই কর্মকর্তা দেখা করেননি। এ কারণে মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম ও সহসভাপতি নুরনবী ইসলামের নেতৃত্বে ১০-১২ জন ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মী নেসকো অফিসে হামলা চালায়। প্রকৌশলী রকি চন্দ্র দাস ও কর্মচারীদের মারধর করেন।

রকি চন্দ্র দাস গণমাধ্যমের কাছে অভিযোগ করে বলেন, ‘আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে বলা হয়, জামাত-শিবির করিস। রাজাকার। এত বড় সাহস মন্ত্রীর পুত্রের ডাকে সাড়া দিস নাই।’

তবে রাকিবুজ্জামান আহমেদ এ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করেছেন। কেউ তার নাম ভাঙালে তার দায়ভার তিনি নেবেন না বলে জানান।

কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবীর জানান, এ ঘটনায় নেসেকা কর্তৃপক্ষ বুধবার রাত পর্যন্ত কোনও লিখিত অভিযোগ করেনি। পুলিশ নিজেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে পুলিশ তদন্ত করে আইনি ব্যবস্থা নেবে।