‘একাত্তর গণতান্ত্রিক পরিষদ’ নামে নতুন রাজনৈতিক দল ঘোষণা 

‘একাত্তর গণতান্ত্রিক পরিষদ’ নামে নতুন একটি রাজনৈতিক দল ঘোষণা করা হয়েছে। শনিবার (৯ সেপ্টেম্বর) বিকালে রংপুরের পীরগাছা উপজেলার ইটাকুমারী শিবচন্দ্র রায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দল গঠনের ঘোষণা দেওয়া হয়।

নতুন দলের আত্মপ্রকাশের সময় শহিদুল ইসলাম সাজুকে আহ্বায়ক ও খোকন রায়কে সদস্যসচিব করে ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী ছাড়াও নানা শ্রেণিপেশার সচেতন মানুষ রয়েছেন।

মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষাসহ জনকল্যাণমুখী সুষ্ঠু ধারার রাজনীতি ও সচেতন রাজনৈতিক নেতৃত্ব সৃষ্টির লক্ষ্য ও উদ্দেশ্য থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে বলে জানিয়েছে দলটির নেতারা।

মানুষের কল্যাণে রাজনীতি করার লক্ষ্য ও উদ্দেশ্য থেকেই নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়ে আহ্বায়ক শহিদুল ইসলাম সাজু বলেন, ‘আমাদের দেশে দল অনেক আছে, কিন্তু বেশিরভাগ দলের একই উদ্দেশ্য। সবাই ক্ষমতায় যেতে চায়, ক্ষমতা আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায়। ক্ষমতার বাইরে থেকেও যে মানুষের জন্য রাজনীতি করা যায়, সেটা কেউই ভাবতে চায় না।’

তিনি আরও বলেন, ‘গত ৫২ বছরে কেউই জনগণের সমস্যা সমাধানের অংশ হতে পারেনি। সব সমস্যার মূলে রয়েছে অসুস্থ, অনৈতিক, অসৎ ও ভ্রষ্ট রাজনীতি। রাজনৈতিক প্রজ্ঞা, চর্চা, রাজনৈতিক শিখন ও শিষ্টাচারের অভাব রয়েছে সব দলে। সে কারণে বিভিন্ন শ্রেণিপেশার রাজনৈতিক সচেতন মানুষকে নিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে ‘একাত্তর গণতান্ত্রিক পরিষদ’ দল গঠন করা হয়েছে।’