দিনাজপুরে বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মী গ্রেফতার

দিনাজপুরে বিএনপি-জামায়াতের ১৬ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারদের মধ্যে ঘোড়াঘাটে পাঁচ জন, সদরে চার জন, নবাবগঞ্জে তিন জন, চিরিরবন্দরে দুই জন, কাহারোলে একজন, বিরামপুরে একজন রয়েছেন।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নাশকতার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রমজান আলী, সদস্য আনোয়ার বোহেন রানু, এমদাদুল হক, সাইদুল ইসলাম, সিংড়া ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি আবুল হোসেন প্রধান, কাহারোল উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মেজবাহ উদ্দিন।

গ্রেফতার ব্যক্তিদের নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠায় সংশ্লিষ্ট থানা পুলিশ।

জেলার মধ্যে সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে ঘোড়াঘাট উপজেলায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ‘নাশকতা চেষ্টার সুনির্দিষ্ট অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পরে সংশ্লিষ্ট মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

কোতয়ালী থানায় গ্রেফতার হয়েছেন চার জন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, নাশকতা ও ভাঙচুর মামলায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। একই মামলায় অন্য উপজেলা থেকে আরও গ্রেফতার হয়েছেন দুই জন।

দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল জানান, বিভিন্ন এলাকাতে পুলিশ অভিযান চালিয়ে অনেককেই গ্রেফতার করছে।