প্রধান বিচারপতির বাসভবনে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগসহ ঢাকা নগরীতে নারকীয় তাণ্ডবের প্রতিবাদে রবিবার (২৯ অক্টোবর) দুপুরে রংপুর আদালত চত্বরে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি।
মানববন্ধনে রংপুর জেলা আইনজীবী সমিতির দুই শতাধিক আইনজীবী অংশ নেয়। সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মালেকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হক প্রামাণিক, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সাজেদ হোসেন তাতা, অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন তুহিনসহ অন্যান্য আইনজীবীবৃন্দ।
বক্তারা অভিযোগ করে বলেন, ‘বিএনপি একটি সন্ত্রাসী দল এটা আবারও প্রমাণিত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে যে ঘটনা কখনও ঘটেনি সেই প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিএনপির সন্ত্রাসীরা। তারা বিচারপতিদের বাসভবনেও হামলা চালিয়েছে। এ ঘটনা নজিরবিহীন। এটা আমাদের বিচার বিভাগের ওপর সন্ত্রাসী হামলা।’ বিএনপির এই নারকীয় তাণ্ডব ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে বলে অভিযোগ করেন তারা।
আইনজীবীরা এ ঘটনার হুকুমদাতা ও নেপথ্যের কুশীলবসহ হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেইসঙ্গে ঢাকায় পুলিশ সদস্যকে হত্যা অগ্নিসন্ত্রাস সাংবাদিকদের ওপর হামলা করে বিএনপির স্বরূপ জনগণের কাছে উন্মোচিত হয়ে গেছে। এদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান আইনজীবীরা।