দিনাজপুরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই যুবক গ্রেফতার

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। 

রবিবার (১৯ নভেম্বর) দুপুরে দিনাজপুরের পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ। এ সময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন, চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ ও মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির শিকদার উপস্থিত ছিলেন। 

গ্রেফতারকৃতরা হলো চিরিরবন্দর উপজেলার রেল কলোনি গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে রুবেল ইসলাম (৩০) ও একই উপজেলার মাঝাপাড়ার আব্দুল গণির ছেলে আল আমিন (২৬)। শনিবার রাতে রুবেলকে চিরিরবন্দর ও আল আমিনকে বাগেরহাট উপজেলার কচুয়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। 

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ বলেন, ‘গত ১৪ নভেম্বর রাতে চিরিরবন্দর উপজেলার আব্দুলপুর ইউনিয়নে এক তরুণী (২০) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। ধর্ষণের পর তাকে আট ফুট উঁচু স্থান থেকে ধানক্ষেতে ফেলে দেয় অভিযুক্তরা। এরপর ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। এ ঘটনায় তরুণীর বড় বোন বাদী হয়ে সাত জনের বিরুদ্ধে চিরিরবন্দর থানায় ধর্ষণ মামলা করেন। পরে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’