নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার কথা স্বীকার করলেন বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি স্বীকার করেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কিছুটা বেড়েছে। এজন্য বৈশ্বিক প্রেক্ষাপট, করোনা ও যুদ্ধকে দায়ী করেছেন তিনি। যেসব জিনিসপত্রের দাম বেড়েছে সেগুলো বিদেশ থেকে আমদানি করতে হয়। যে দেশ থেকে আমদানি করতে হয় সেখানকার দামের ওপর অনেকটা নির্ভর করতে হয়। মন্ত্রী হিসেবে তার সফলতা-ব্যর্থতা জনগণ বিচার করবে বলেও জানান।

বুধবার (২৯ নভেম্বর) দুপুরে রংপুরের পীরগাছায় নিজের নির্বাচনি এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

টিপু মুনশি বলেন, ‘আমাদের দেশে যেসব পণ্য উৎপাদিত হয় সেগুলোর দাম কখনও বাড়ে আবার কখনও কমে। এখন যেমন কিছুটা কমেছে। সার্বিকভাবে আমরা চেষ্টা করেছি। সফল হয়েছি নাকি ব্যর্থ জনগণ সেটার বিচার করবে।’

তিনি বলেন, ‘আমি যখন বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছি তখন রফতানির পরিমাণ ছিল ৩৬ বিলিয়ন ডলার। গত ৫ বছরে বৃদ্ধি পেয়ে দ্বিগুণ ৬২ বিলিয়ন ডলারে আনা সম্ভব হয়েছে। তা ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ শুধু ডাল, তেল নিয়ে নয়। ব্যবসা-বাণিজ্য, আমদানি-রফতানি এবং সার্বিক সূচকসহ বিভিন্ন কাজ করে এ মন্ত্রণালয়।’

বিএনপিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ‘আমরা সবাইকে আহ্বান করছি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। দু-একটি দল বাদে অনেকে অংশ নিচ্ছে। আগামী নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। দেশের মানুষ অধীর আগ্রহ নিয়ে নৌকায় ভোট দেওয়ার অপেক্ষায় আছে।’

এ সময় পীরগাছা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।