নির্ধারিত সময়ের দুই মিনিট পর পৌঁছানোয় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে তৃণমূল বিএনপি থেকে মনোনয়ন পাওয়া মোফাজ্জল হোসেন মোফা মনোনয়নপত্র জমা দিতে পারেননি। এর আগে ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে বুধবার (২৯ নভেম্বর) তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র তুলেছিলেন তিনি। তবে আজ মনোনয়ন জমার শেষ দিনে নির্ধারিত সময়ে পৌঁছে জমা না দিতে পারায় তার আর ভোট করা হচ্ছে না। সুষ্ঠু ভোট হলে জয়লাভের বিষয়ে আশাবাদী ছিলেন তিনি।
বৃহস্পতিবার দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। যার সময় নির্ধারণ ছিল বিকাল ৪টা পর্যন্ত। কিন্তু তৃণমূল বিএনপির মনোনয়ন পাওয়া এই ব্যক্তি বিকাল ৪টা ২ মিনিটে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছান। এতে তার মনোনয়নপত্র গ্রহণ করেননি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। যার কারণে মনোনয়নপত্র উত্তোলন করলেও জমা দিতে পারেননি।
মোফাজ্জল হোসেন মোফা হিলির চুড়িপট্টি এলাকার মৃত হাতেম আলীর ছেলে। পেশায় একজন ক্ষুদ্র হোটেল ব্যবসায়ী। এর আগে তিনি ছেড়া বস্তার ব্যবসা করতেন।
মোফাজ্জল হোসেন মোফা বলেন, আমি তৃণমূল বিএনপি থেকে দিনাজপুর-৬ আসনে এমপি পদে দলীয় মনোনয়ন পেয়েছিলাম। গতকাল হাকিমপুর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র নিয়েছিলাম। আমার কাগজপত্রে কিছু ত্রুটির কারণে সেটি সমাধানের জন্য আজ দিনাজপুর যাই। কাজ সেরে সেখান থেকে আসতে ও পথে আমাকে বহনকরা সিএনজি একটু সমস্যা হওয়ার কারণে কিছুটা বিলম্ব হয়েছে। সময় বিকাল ৪টা পর্যন্ত ছিল। কিন্তু আমি পৌঁছেছি দুই মিনিট দেরিতে। জনগণের সেবা করার যে স্বপ্ন নিয়ে প্রার্থী হয়েছিলাম সেটি ভেঙে গেলো।
এর আগে গতকাল মনোনয়নপত্র তোলার পর তিনি বলেছিলেন, আমি একজন ক্ষুদ্র হোটেল ব্যবসায়ী ও শ্রমিকের ছেলে। আমি ছোটবেলা থেকেই খুব কষ্ট করেই মানুষ হয়েছি। যার কারণে কষ্টের যে কী জ্বালা সেটি আমি বুঝি। যার কারণে জয়লাভ করতে পারলে আমার নির্বাচনি এলাকার সবাইকে নিয়ে গরিব মানুষের কষ্ট নিবারণের চেষ্টা করবো।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অমিত রায় বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের আজ ছিল শেষ দিন। সময় নির্ধারণ করা ছিল বিকাল ৪টা পর্যন্ত। কিন্তু এই সময়ের মধ্যে প্রার্থী আসতে পারেননি যার কারণে তার মনোনয়ণপত্র জমা নেওয়া সম্ভব হয়নি। গতকাল তৃণমূল বিএনপির পক্ষ থেকে মোফাজ্জল হোসেন নামের এক ব্যক্তি। তিনি আমাদের এখান থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। এ ছাড়া আর কোনও প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেননি বা জমা দেননি।