রবিবার রংপুরে বিএনপির হরতাল

বিএনপির গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে রবিবার (২৪ ডিসেম্বর) রংপুর মহানগরীতে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে। জেলা ও মহানগর বিএনপিসহ সকল অঙ্গসংগঠন একযোগে এ হরতাল আহ্বান করেছে।

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ হরতাল আহ্বান করা হয়েছে।

রংপুর মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম মিজু ও ভারপ্রাপ্ত সদস্যসচিব সেলিম চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্ষমতাসীন সরকারের পদত্যাগ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু, সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডনসহ রংপুরের শতাধিক নেতাকর্মীর মুক্তির দাবিতে এই হরতাল আহ্বান করা হয়েছে।

বিবৃতিতে নগরবাসীকে হরতাল পালন করার আহ্বান জানিয়ে বলা হয়, রংপুরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করা হচ্ছে। এর আগে, গত ২০ নভেম্বর নাশকতার মামলায় মহানগর বিএনপির সদস্যসচিব ডন, জেলা বিএনপির সদস্যসচিব আনিছুর রহমান লাকু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, জেলা যুবদলের সহসভাপতি তারেক হাসান সোহাগ ও যুবদল কর্মী আরিফ হোসেনসহ পাঁচ জনকে নাশকতার মিথ্যা মামলায় ১০ বছরের কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন আদালত।

এর আগে, ২৯ অক্টোবর রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে নাশকতা চেষ্টার অভিযোগে মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু ও সদস্যসচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডনসহ তিন জনকে আটক করা হয়। এ ছাড়াও রংপুর নগরী ছাড়াও জেলা-উপজেলার অনেক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।