বই বিতরণ অনুষ্ঠানে গিয়ে নৌকার ভোট চাইলেন কলেজের অধ্যক্ষ

সরকারি বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠানে গিয়ে কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে নৌকা মার্কায় ভোট চেয়ে প্রচারণা করেছেন কলেজের অধ্যক্ষ। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের ভোটের লিফলেটও বিতরণ করেছেন। লিফলেট বিতরণ ও ভোট চাওয়ার ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন অধ্যক্ষ নিজে।

ঘটনাটি ঘটেছে দিনাজপুরের খানসামা উপজেলার হোসেনপুর উচ্চবিদ্যালয়ে। ওই বিদ্যালয়ের বই বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করে হোসেনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোনায়েম খান এই প্রচারণা চালান। বিষয়টি বিধিবহির্ভূত বলছেন শিক্ষা কর্মকর্তা।

জানা যায়, সারা দেশের ন্যায় সোমবার (১ জানুয়ারি) সকালে খানসামা উপজেলার হোসেনপুর উচ্চবিদ্যালয়ে বই বিতরণ উৎসবের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন হোসেনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোনায়েম খান। বই বিতরণ উৎসবে তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসান মাহমুদ আলীর পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালান। পরে অধ্যক্ষ ওখানকার কয়েকটি ছবি ও বক্তব্যের ভিডিও তার ফেসবুক আইডিতে পোস্ট করেন। 

ক্যাপশনে তিনি লেখেন ‘শুভ নববর্ষ ২০২৪। বছরের প্রথম দিনেই হোসেনপুর উচ্চবিদ্যালয় মাঠে বই বিতরণ হচ্ছে। উক্ত অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ২ নম্বর ভেড়ভেরি ইউনিয়নের চেয়ারম্যান, অধ্যক্ষ হোসেনপুর ডিগ্রি কলেজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক কর্মচারী ছাত্র-ছাত্রীবৃন্দের উপস্থিতিতে নৌকা মার্কার প্রার্থী সাবেক সফল পররাষ্ট্রমন্ত্রী, সভাপতি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি আবুল হাসান মাহমুদ আলী এমপির পক্ষে ভোট চান ও বক্তব্য রাখেন মোনায়েম খান।’

লিফলেট বিতরণ ও ভোট চাওয়ার ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন অধ্যক্ষ নিজে

এ ছাড়া ভিডিও ক্লিপে তিনি বলেন, ‘আমাদের বাড়ির পাশে মন্ত্রী মহোদয়ের বাড়ি। তিনি আবারও দাঁড়িয়েছেন। আমরা শিশুদের জন্য বলতেছি, তোমরা যদিও ভোটার না। আমার কাছে কিছু পোস্টার আছে তোমাদের দিব। প্রত্যেকে বাড়ি বাড়ি গিয়ে তোমাদের মা-বাবাকে বলবে ওনাকে ভোট দিলে উনি আবার এমপি হবে, মন্ত্রী হবে। আমাদের যে প্রতিষ্ঠানগুলো পিছিয়ে আছে, ভবন নেই (স্কুল, কলেজ, মাদ্রাসা)। উনি নির্বাচিত হলে যদি আবার এই বিল্ডিংগুলো করে দেন। উনি এই ছবিটা দেখে খুশি হবে যে, বই দেওয়ার পাশাপাশি ওনার পোস্টার দিয়েছি। উনি দাঁড়াইছেন, ৭ তারিখে ওনার ভোট। তোমাদের মা-বাবাকে বলবা, আমাদের একজন এমপি দাঁড়াইছে স্যার বলছে ভোটটা দিতে।’

এ বিষয়ে জানতে হোসেনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোনায়েম খানকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

হোসেনপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, ‘পার্শ্ববর্তী কলেজের অধ্যক্ষ হিসেবে তাকে দাওয়াত দিয়েছি। কিন্তু তিনি এখানে এসে তার বক্তব্যে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নির্বাচনি প্রচারণা চালাবেন, এটা ভাবতে পারি নাই। এটা মোটেও ঠিক হয়নি। তিনি ব্যক্তিগতভাবে এটি করেছেন।’

এ বিষয়ে খানসামা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক বলেন, ‘বই উৎসব সারা দেশে উৎসবমুখর পরিবেশ উদযাপন করা হচ্ছে। এখানে নির্বাচনি প্রচার-প্রচারণার কোনও সুযোগ নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।’

খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা তাজ উদ্দিন বলেন, ‘বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’