অভিযানে হামলা, পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালকসহ আহত ৬

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছে পরিবেশ অধিদফতরের একটি টিম। এ সময় অধিদফতরের সহকারী পরিচালকসহ ছয় জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (০৫ মার্চ) দুপুরে চিরিরবন্দর উপজেলার পূর্ব সাইতাড়া গ্রামের এমএইচবি ব্রিকসে এ হামলার ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছেন পরিবেশ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রুনায়েত আমিন রেজা, ভেকু মেশিন (এক্সকাভেটর) চালক সুরুজ আলী, হেলপার মাসুদ ও চিরিরবন্দর থানার তিন পুলিশ কনস্টেবল। হামলাকারীরা ম্যাজিস্ট্রেটকে বহনকারী গাড়িসহ চারটি গাড়ি ভাঙচুর করেছে। 

পরিবেশ অধিদফতর জানায়, দুপুরে অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমির নেতৃত্বে একটি টিম সাইতাড়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেনের মালিকানাধীন ইটভাটা এমএইচবি ব্রিকসে অভিযানে যান। এ সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ইটভাটাকে চার লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এতে ক্ষুব্ধ হয়ে ভাটার শ্রমিকরা অধিদফতরের টিমকে অবরুদ্ধ করে হামলা চালান। তাদের হামলায় সহকারী পরিচালক ও তিন পুলিশ কনস্টেবলসহ ছয় জন আহত হন। সেইসঙ্গে শ্রমিকরা ম্যাজিস্ট্রেটকে বহনকারী গাড়িসহ চারটি গাড়ি ভাঙচুর করেছে। পরে চিরিরবন্দর থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে অবরুদ্ধ ও আহতদের উদ্ধার করে। পাশাপাশি ইটভাটার মালিকের ছোট ভাইসহ তিন জনকে আটক করেছে পুলিশ। 

চিরিরবন্দর থানার ওসি আবু হাসনাত খান বলেন, ‘আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’