ব্রহ্মপুত্র নদে সাঁতার কাটতে গিয়ে দুই স্কুলছাত্র নিখোঁজ, একজনের মরদেহ উদ্ধার

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে মাহিব ও নাহিদ নামে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির ঘণ্টাখানেক পর মাহিবের মরদেহ উদ্ধার করা হলেও এখনও খোঁজ মেলেনি নাহিদের।

বুধবার (৬ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা নদ থেকে মাহিবের মরদেহ উদ্ধার করে। এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে ব্রহ্মপুত্র নদের বালাসীঘাট এলাকায় সাঁতার কাটার সময় পানিতে ডুবে নিখোঁজ হয় মাহিব ও নাহিদ।

নিহত মাহিবের বাড়ি জেলা শহরের ডেভিট কোম্পানিপাড়ায়। মাহিব ও নাহিদ দুজনেই জেলা শহরের আহম্মেদ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, বালাসীঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাহিব ও নাহিদসহ ৬-৭ জন বন্ধু সাঁতার কাটতে নামে। এ সময় হঠাৎ করে তারা নদীর মাঝখানে গেলে পানিতে ডুবে যেতে থাকে। এ সময় অন্যরা সাঁতার কেটে নদীর তীরে এলেও নিখোঁজ হয় মাহিব ও নাহিদ। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে মাহিবের মরদেহ উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ নাহিদের কোনও সন্ধান মেলেনি।

বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি উপজেলার ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ মো. আব্দুল বারী জানান, ছয় বন্ধু নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হয় দুজন। পরে মাহিব নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নাহিদকে উদ্ধারে অভিযান চলছে।