ফেব্রুয়ারিতে ২১.৬ কোটি ডলার রেমিট্যান্স এসেছে: অর্থমন্ত্রী 

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ‘ফেব্রুয়ারি মাসে ২১৬ মিলিয়ন ডলার (২১.৬ কোটি) রেমিট্যান্স এসেছে। কিন্তু সরকার বিরোধীরা সব বিষয়ে মিথ্যাচার করছে। এগুলো এতটা জঘন্য মিথ্যাচার, তাই উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। কেননা সেটা নিয়ে কথা বললে তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে।’

শনিবার (৯ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং উপজেলার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে স্কাউটদের কাপ হলিডের উদ্বোধন করে অর্থমন্ত্রী। সেখানে তিনি এ কথা বলেন।

স্বাধীনতার ৫৩ বছর পূর্তি উপলক্ষে দিনাজপুরের খানসামায় ৫৩টি সরকারি বিদ্যালয়ের অংশগ্রহণে ‘কাপ হলিডে ২০২৪’ উদ্বোধন করেন তিনি। 

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘সুশৃঙ্খল জীবনের মধ্য দিয়ে যেকোনও লক্ষ্যে পৌঁছানো সম্ভব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন তৈরির অন্যতম মাধ্যম স্কাউটিং। শিশু-কিশোর ও যুবাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় পাশাপাশি স্কাউটিং পদ্ধতিতে প্রশিক্ষণ দিয়ে সৎ চরিত্রবান দক্ষ ও আদর্শ নাগরিক হওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আজ নতুন যুগের সন্ধিক্ষণে রয়েছে। এখন বিএনপির ওই ভাঙা রেকর্ড বাজিয়ে লাভ নেই। কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সগৌরবে পঞ্চমবারের মতো সরকার গঠন করে সেটা আবার প্রমাণ করেছেন। সব মেগাপ্রকল্প আজ দৃশ্যমান হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি তাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, স্কাউট দিনাজপুর অঞ্চলের উপপরিচালক আব্দুর রশিদ, আঞ্চলিক সম্পাদক আবু সাঈদ, জেলা স্কাউটস কমিশনার মাতলুবুর মামুন, সহকারী পরিচালক সৈকত হোসেন, জাতীয় নির্বাহী সদস্য লোকমান হাকিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর উপজেলার কাব স্কাউটরা হলিডের বিভিন্ন স্টেশনে অংশগ্রহণ করেন। আনন্দঘন পরিবেশে কাব শিশুদের হাতেকলমে শিক্ষার জন্য দিনব্যাপী কর্মসূচি হলো কাব হলিডে। হলিডের বিভিন্ন স্টেশনে ঘুরে ঘুরে কাব বন্ধুরা স্কাউটিং মৌলিক বিষয় জানা ও অনুশীলনসহ বৈচিত্র্যময় ও মজাদার কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ পেয়ে বন্ধু তৈরি ও নিজেদের দক্ষ করে গড়ে তুলতে ব্রত হন। বাংলাদেশ স্কাউটস খানসামা উপজেলার আয়োজনে কাব হলিডে প্রোগ্রামে প্রায় ৫০০ জন কাব স্কাউট, স্কাউটার ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।