ইয়াবাসহ ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক গ্রেফতার

গাইবান্ধার সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক শাহনাজ পারভীনকে (৫৫) ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে ইউনিয়নের মোংলাপাড়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শাহনাজ পারভীন ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য (মেম্বার) ও ইউনিয়ন বিএনপির মহিলা দলের সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহনাজ মহিলা দলের প্রভাব খাটিয়ে অবৈধভাবে মাদক কারবার করে আসছিলেন। খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে বাড়ি থেকে ইয়বাসহ গ্রেফতার করেছে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শাহনাজ পারভীনের কাছ থেকে ১৮ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে গাইবান্ধা কারাগারে পাঠানো হয়।’

এ ঘটনার পর ধাপেরহাট ইউনিয়ন মহিলা দলের কমিটি বিলুপ্ত করেছে সাদুল্লাপুর উপজেলা মহিলা দল। শুক্রবার জরুরি সভা করে কমিটি বিলুপ্তের সিদ্ধান্ত জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়। সাদুল্লাপুর উপজেলা মহিলা দলের সভাপতি রিতু আলম ও সাধারণ সম্পাদক আফরিন জাহান মৌ বিষয়টি নিশ্চিত করেছেন।