জমিতে শিম তুলতে গিয়ে বজ্রাঘাতে জামায়াত নেতার মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুরে বজ্রাঘাতের ঘটনায় রুম্মান মিয়া লিমন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বাড়ির পাশের জমিতে শিম তুলতে গিয়ে তার মৃত্যু হয় বলে জানা গেছে।

মঙ্গলবার (২০ মে) সকালে উপজেলার ইদিলপুর ইউনিয়নের ধারাই তাজনগর (পশ্চিমপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত রুম্মান মিয়া লিমন তাজনগর (পশ্চিমপাড়া) গ্রামের হবিবর রহমানের ছেলে। তিনি ওয়ার্ড জামায়াতে ইসলামীর পাঠাগার সাহিত্যবিষয়ক সম্পাদক। গত দুই সপ্তাহ আগে লিমন বিয়ে করেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে লিমন তার বাবা-মায়ের সঙ্গে বাড়ির পাশের জমিতে শিম তুলতে যায়। এ সময় হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রবৃষ্টি শুরু হয়। এতে জমির পাশে একটি সেচ মেশিন ঘরে আশ্রয় নেয় তারা। পরে সেখানে বজ্রাঘাতের ঘটনায় মৃত্যু হয় লিমনের।

বিষয়টি নিশ্চিত করে ইদিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) মোকলেছুর রহমান বলেন, ‘বাড়িতে নববধূ রেখে জমিতে গিয়ে বজ্রাঘাতে রুম্মান মিয়া লিমনের মৃত্যু খুবই হৃদয়বিদারক ঘটনা।’

এ বিষয়ে ইদিলপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. শফিউল ইসলাম জানান, বাদ আসর নিজ বাড়িসংলগ্ন চণ্ডিপাড়া ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।