গাইবান্ধার পলাশবাড়ীতে বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। কলাগাছের ভেলায় চড়ে খেলা করার সময় ডুবে তাদের মৃত্যু হয়। দুই শিশুর নাম হলো- আবিদ মিয়া (৬) ও লাবিব (৭)।
শনিবার (২৪ মে) দুপুরে পলাশবাড়ী পৌর শহরের বৈরি হরিণমারি গ্রামে এ ঘটনা ঘটে। আবিদ মিয়া ওই গ্রামের শফিকুল ইসলামের ও লাবিব একই গ্রামের আব্দুল আজিজের ছেলে।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে বাড়ির পাশে বৃষ্টির পানিতে জমে থাকা ডোবায় কলাগাছের ভেলায় চড়ে খেলা করছিল দুই শিশু। একপর্যায়ে তারা ভেলা থেকে পড়ে ডুবে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা আড়াইটার দিকে শিশু দুটির ভাসমান লাশ উদ্ধার করেন স্বজনরা।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুই শিশু পরিবারের অজান্তে বাড়ির পাশে কলাগাছের ভেলায় খেলা করার সময় পানিতে ডুবে মারা যায়। এমন মৃত্যুর কবল থেকে রক্ষায় অভিভাবকদের সচেতন হতে হবে।’