গোবিন্দগঞ্জে ভুয়া র‌্যাব সদস্য আটক

আটকগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় র‌্যাব-১২ সদস্য পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছে থাকা একটি মাইক্রোবাস জব্দ করা হয়। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর অঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা কাটা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক রুবেল মিয়া (৩১) বগুড়া জেলা সদরের বালুপাড়া গ্রামের ও রবিউল ইসলাম (২৯) বগুড়ার শিবগঞ্জ উপজেলার কলপকোল গ্রামের বাসিন্দা।
গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন মিয়া জানান, সন্ধ্যার দিকে শহরের চৌ-মাথা মোড়ে পুলিশ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এসময় আটক দুই যুবকসহ আরও ৩-৪ জন একটি মাইক্রোবাস যোগে ঘোড়াঘাট যাচ্ছিলেন। পুলিশ ওই মাইক্রোবাসটি তল্লাশি চালাতে চাইলে মাইক্রোবাসে থাকা যুবকরা নিজেদের র‌্যাব-১২ সদস্য হিসেবে পরিচয়  দিনাজপুরের ঘোড়াঘাটের দিকে যাত্রা করে। পরে বিষয়টি সন্দেহ হলে গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা কাটা এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে পুলিশের অভিযান টের পেয়ে মাইক্রোবাসে থাকা আরও ৩-৪ জন পালিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার ওসি মো. মোজাম্মেল জানান, মাইক্রোবাসসহ আটক দুই যুবককে থানা হাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে গোবিন্দদগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আরও পড়ুন:

প্রধান আসামি মিনার চৌধুরীর জামিন বাতিল

পহেলা বৈশাখ উদযাপনে নারীদের অংশ না নেওয়ার পরামর্শ হেফাজতের

/এআর/