নার্গিসদের বাড়িতে খালেদা জিয়ার উপদেষ্টা

নার্গিসদের বাড়িতে খন্দকার আব্দুল মুক্তাদির (বাঁ থেকে পঞ্চম)সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের নৃশংস হামলার শিকার কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসের মা-বাবাকে শান্তনা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার সকালে সদর উপজেলার হাউসা গ্রামে নার্গিসদের বাড়িতে যান তিনি।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‌‘দেশের মানুষ নার্গিসের সঙ্গে আছে, জনগণ বিচার বিলম্ব করার সুযোগ দেবে না। বদরুলের শাস্তি নিশ্চিত করতে জনগণ রাজপথেই থাকবে।’

বিলম্বিত বিচার মূলত বিচার না হওয়ার সামিল উল্লেখ করে তিনি বলেন, ‘নার্গিসের বিচার না হলে এ দেশের কোনও মা ক্ষমা করবেন না। ছাত্রলীগ নেতা বদরুল ও তার প্রশ্রয়দাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সরকারকে প্রমাণ করতে হবে, বদরুল ক্ষমতাসীন দলের হলেও অপরাধী।’

উল্লেখ্য, গত ৩ অক্টোবর এমসি কলেজ ক্যাম্পাসে শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম চাপাতি দিয়ে কুপিয়ে নার্গিসকে মারাত্মক আহত করে। নার্গিস বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

/এআরএল/

আরও পড়ুন: 

‘সরকার আমাগোরে চাইল দিলো, গেলো কোনে'