সিলেটে জুয়ার আস্তানায় পুলিশের হানা, পালাতে গিয়ে একজনের মৃত্যু





সিলেটসিলেটের বিশ্বনাথে ভারতীয় ‘তীর খেলা’র আস্তানায় হানা দিয়েছে পুলিশ। এসময় পালাতে গিয়ে শাহিনুল ইসলাম শাহীন (৪২) নামে এক ব্যক্তি সুরমা নদীতে ঝাঁপ দেন। উপজেলার লামাকাজী বাজার এলাকায় বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিখোঁজের প্রায় সাড়ে চার ঘণ্টা পর বুধবার রাত সাড়ে ৮টায় নদী থেকে শাহিনের মৃত্দেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।


শাহীন লামাকাজি ইউনিয়নের সৎপুর গ্রামের মৃত রইছ আলীর ছেলে। এ ঘটনার পর স্থানীয়রা বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান মাসুদসহ একদল পুলিশ অবরুদ্ধ হয়ে পড়েন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে অবরুদ্ধ থাকা পুলিশ সদস্যদেরকে উদ্ধার করা হয়।
বিশ্বনাথ থানার এসআই হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, জুয়াড়িদের গ্রেফতার করার জন্য লামাকাজী এলাকায় পুলিশ অভিযান চালানোর সময় শাহীন নামে এক ব্যক্তি নদীতে ঝাঁপ দেন। অভিযান চালানোর সময় স্থানীয়রা পুলিশদেরকে অবরুদ্ধ করে রাখে। এরপর বিশ্বনাথ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ রাউন্ড ফাকা গুলি ছোড়ে।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি)রফিকুল ইসলাম বলেন, পুলিশ জুয়াড়িদের আস্তানায় হানা দেয়। এসময় ৬জন জুয়াড়িকে আটক করলে স্থানীয় জনতা ৪জনকে ছিনিয়ে নিয়ে যায়। তবে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।
/এআর/