হবিগঞ্জে পুলিশের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৮

আহত পুলিশ সদস্য
হবিগঞ্জে তুচ্ছ বিষয় নিয়ে ছাত্রলীগ কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশসহ আটজন আহত  হয়েছে। এ সময় পুলিশের দুটি গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে এক ছাত্রলীগ কর্মীর একটি মোটরসাইকেল আটক  করে থানা পুলিশ। এ নিয়ে পুলিশ ও ছাত্রলীগ কর্মীর মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে তারা সংঘর্ষে ছড়িয়ে পড়ে। এ সময় ছাত্রলীগ কর্মীরা থানায় ইটপাটক্ষেল নিক্ষেপ করে। পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে সময় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে উত্তেজিত কর্মীরা।  পুলিশসহ আহত  আটজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

থানায় ভাঙচুর এ ব্যাপারে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শামছুর রহমান ভূইয়া জানান, পুলিশের চেকপোস্টে রেজিস্ট্রেশন বিহীন একটি মোটরসাইকেল আটক করলে পুলিশের সঙ্গে খারাপ আচরণ করে ছাত্রলীগ কর্মী। একপর্যায়ে ছাত্রলীগ কর্মীরা অতর্কিতভাবে থানা প্রাঙ্গনে এসে হামলা, ভাঙচুর করে।

Habiganj BCL & Police CLash Pic (2)তিনি জানান, তাদের দুটি গাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। এছাড়া দুই কনস্টেবল আহত  হয়েছে।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম জানান, ছাত্রলীগের সঙ্গে কোনও সংঘর্ষ হয়নি। তবে শুনেছি কয়েকজন ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

/বিটি/