শাবিপ্রবিতে আন্তর্জাতিক সম্মেলন শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শুক্রবার থেকে শুরু হয়েছে প্রযুক্তি গবেষণা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। তিন দিন ব্যাপি এ সম্মেলনের মিডিয়া পার্টনার বাংলা ট্রিবিউন। সম্মেলনের আয়োজন করেছে শাবিপ্রবির ফলিত বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ।

শাবিপ্রবিতে আন্তর্জাতিক সম্মেলন শুরুসম্মেলনের আহ্বায়ক ফলিত বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুর রহমানের সভাপতিত্বে প্রথম দিনের আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন শাবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ও জাপানের চিবা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজুকি ইনোবুশি।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনাসভায় সবাইকে ধন্যবাদ জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এখানকার গবেষণা অনেক উন্নত।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস বলেন, সবাইকে গুরুত্বের সঙ্গে গণিত শিখতে হবে। কারণ গণিত হলো সকল ইঞ্জিনিয়ারিং এর প্রাণ।
সদস্য সচিব অধ্যাপক ড. আব্দুল মুকিদ মোহাম্মদ মুকাদ্দেস জানান, সম্মেলনে ৪টি কি নোট, ৪টি ইনভাইটেড, ১৪০টি গবেষণা প্রবন্ধ এবং ২৫টি পোস্টার উপস্থাপন করা হবে।
সম্মেলনের পৃষ্ঠপোষক হিসাবে রয়েছেন জনপ্রিয় লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুল ইসলাম চৌধুরী এবং অধ্যাপক ড. মোহাম্মদ জহির বিন আলম।

/এএআর/আপ-এমও/