সিলেটে ছাত্রলীগের সহ-সভাপতি আলী গ্রেফতার





আলী হোসেনসিলেট ছাত্রলীগের সহ-সভাপতি আলী হোসেনকে গ্রেফতার করেছে মহানগর কোতোয়ালি থানা পুলিশ। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে নগরের সোবহানীঘাট এলাকায় ডুবাই টাওয়ার নামের একটি ভবন দখল করতে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে।



পুলিশ জানায়, আলীর বিরুদ্ধে জায়গাদখলসহ বিভিন্ন ধরনের অভিযোগে মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
স্থানীয়রা জানান, সম্প্রতি সোবহানীঘাটের ডুবাই টাওয়ারের দোতলা ভবনটি কেনেন হারুনুর রশিদ নামের এক প্রবাসী। তবে ভবনটি বিক্রির পর মালিকানা নিয়ে দ্বন্দ্ব চলছিল। গত বছরের শেষের দিকে ওই ভবনটির দ্বিতীয় তলা ভাড়া নেন নিউ লাইফ সিকিউরিটি কোম্পানি লি. নামের একটি প্রতিষ্ঠান।
নিউ লাইফ সিকিউরিটি কোম্পানি লি. এর প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহমান জানান, শনিবার বিকালে ছাত্রলীগ নেতা আলী হোসেন কয়েকজনকে নিয়ে ওই ভবনের নিচতলার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দখলের চেষ্টা চালায়।পরে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়।
সিলেট মহানগর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ বাংলা ট্রিবিউনকে জানান, আলি হোসেনের বিরুদ্ধে মহানগরীর শাহপরাণ থানায় বিস্ফোরক মামলা রয়েছে। সোবহানীঘাট এলাকায় বাসা দখল করতে গেলে পুলিশ তাকে গ্রেফতার করে।
/এআর/