বিছানাকান্দিতে পাথর উঠাতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু

সিলেটসিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দির বাদেপাশা খেয়াঘাট সংলগ্ন বাছিত মিয়ার পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলনের সময় মাটিচাপায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।



পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে অবৈধভাবে গর্ত করে কোয়ারি থেকে পাথর উত্তোলনের সময় হঠাৎ করে গর্তের পাশের মাটি ধসে পড়লে ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়। ঘটনাটি জানাজানি হওয়ার আগেই গর্তের মালিকের লোকজন রাতেই লাশগুলো সরিয়ে ফেলে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, পাথর উত্তোলনের সময় মাটিচাপায় তিন শ্রমিক নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এ ব্যাপারে মালিক পক্ষের কেউ পুলিশকে কিছু জানায়নি। পুলিশ যাওয়ার আগেই তিন শ্রমিকের লাশ সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা খুঁড়ে অবৈধভাবে পাথর তোলার সময় মাটিচাপায় পাঁচজন শ্রমিক নিহত ও কয়েকজন আহত হন।
/এআর/