নাসিরপুরে টানা গুলির শব্দ

মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানামৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুর গ্রামের জঙ্গি আস্তানায় ফের অভিযান শুরু করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। অভিযানের শুরুতেই সেখানে টানার গুলির শব্দ শোনা যাচ্ছে। বেলা দেড়টার দিকে টিয়ারশেল ছোড়া হয়েছে। 
এদিকে নাসিরপুরে জঙ্গি আস্তানায় সিটিটিসির সদস্যরা ড্রোন ব্যবহার করছে বলে অভিযান সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার সকালে তারা অভিযান চালানোর চেষ্টা করেছিল। কিন্তু বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি।
নাসিরপুরে অভিযান শেষে বড়হাটে অভিযান চালানো হবে বলে নিশ্চিত করেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার এসআই রাশেদুল আলম খান।
এর আগে সিলেটের জঙ্গি আস্তানা আতিয়া মহলেও ড্রোন ব্যবহার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উল্লেখ্য, জঙ্গি আস্তানা সন্দেহে মঙ্গলবার (২৮ মার্চ) রাত থেকে মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকায় একটি বাড়ি এবং খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামে আরও একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ ও সিটিটিসি। দুটি আস্তানাতেই বিপুল পরিমাণ অস্ত্র-বিস্ফোরক আছে বলে ধারণা করা হচ্ছে।
/এআর/