হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার ওপরে

Habiganj_Khowai River Water (2)হবিগঞ্জ শহরের ওপর দিয়ে বয়ে চলা খোয়াই নদীর পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে নদীর পানি হঠাৎ করেই বৃদ্ধি পায়। এতে বিভিন্ন স্থানে খোয়াই নদীর চড়ে কৃষকদের ফলানো বিস্তীর্ণ এলাকার বোরো ধান পানিতে তলিয়ে গেছে। আতঙ্কের মধ্যে রয়েছে নদী পাড়ের মানুষ।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, টানা গত কয়েকদিনের বর্ষণে রবিবার দুপুর পর্যন্ত খোয়াই নদীর পানি বিপদসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাহিদুল ইসলাম জানান, টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে খোয়াই নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ড গুরুত্বের সঙ্গে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। এছাড়া খোয়াই নদীর পাড়ের মানুষদের সর্তক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ যে সব বাঁধ রয়েছে সেগুলো যাতে ভেঙে যেতে না পারে সেজন্য বাঁধ এলাকায় বসবাসকারীদেরকে সর্তক থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।

Habiganj_Khowai River Waterএদিকে, পাহাড়ি ঢলে বৃষ্টির পানিতে ইতিমধ্যেই জেলার প্রায় ৩৫ হাজার হেক্টর জমির আধা পাকা ধান তলিয়ে গেছে। যাতে করে ভয়ানক দুর্যোগের মুখে পড়েছে হাওর অঞ্চলের কৃষকরা।

/বিএল/