মৌলভীবাজারে আরও ১৪০৩ হেক্টর জমি প্লাবিত

18109781_1371994499556091_1616722883_n

কয়েক দিনের ভারী বর্ষণের কারণে নতুন করে মৌলভীবাজারের কাউয়াদীঘি ও হাইল হাওরে আরও ১৪০৩ হেক্টর জমি প্লবিত হয়ে বোরো ধান তলিয়ে গেছে। আরও বৃষ্টি হলে বাকি ধানও তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত কান্তি দত্ত।

তিনি বলেন, গত কয়েক দিনের বৃষ্টির ফলে রাজনগরের কাউয়াদীঘি এবং শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরের ১ হাজার ৪০৩ হেক্টর জমি নতুন করে প্লাবিত হয়েছে।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, রাজনগর উপজেলায় কাউয়াদীঘি হাওরে নতুন করে ৬২৩ হেক্টর জমির এবং শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওরে নতুন করে ৬২০ হেক্টর জমির বোরো ধান পানিতে তলিয়ে গেছে। এই ফসলের অধিকাংশই গত মাসে হওয়া আকস্মিক বন্যার সময় তলিয়ে গিয়েছিল। পরে পানি কমলে তা আবার ভেসে উঠে। কৃষি বিভাগ ভেসে উঠা ধানকে আংশিক ক্ষতি হিসেবে ধরেছিল।

শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা নীলুফার ইয়াসমিন বলেন, সোমবার দিনব্যাপী সরেজমিনে হাওরে পরিদর্শন করেছি। হাওর এলাকা ভুনবীর, মির্জাপুর, শ্রীমঙ্গল ও কালাপুর ইউনিয়নে ধান পানিতে ডুবে গেছে।

রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান মিহির কান্তি দাস বলেন, ‘বৃষ্টিতে হাওরে পানি অন্তত দুই হাত বেড়েছে।’

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) মৌলভীবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আনিসুর রহমান বলেন, ‘পানি কমে গিয়েছিল। আবার একাধারে বৃষ্টি  ও উজান থেকে বিভিন্ন ছড়া দিয়ে পানি ঢুকায় হাওরের পানি বেড়ে গেছে। অপরদিকে কুশিয়ারার পানি হাওর থেকে অন্তত ছয় ফুট উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

/জেবি/

আরও পড়তে পারেন: প্রশাসন চায় না বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক: প্রধান বিচারপতি