হাওর এলাকায় আগাম বন্যা রোধে নদী খনন করা হবে: পানিসম্পদমন্ত্রী

IMG_20170428_131628পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘হাওর এলাকায় আগাম বন্যা রোধ করতে নদী খনন করা হবে। তবে সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢল রোধ করা সম্ভব নয়।’
শুক্রবার দুপুরে (২৮ এপ্রিল) সুনামগঞ্জের সার্কিট হাইজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী এসব কথা বলেন।
পানিসম্দমন্ত্রী বলেন, ‘অসময়ে পানি আসার কারণে হাওরে ফসল রক্ষার বাঁধ ভেঙে কৃষকরা ক্ষতিগস্ত হয়েছে। আগামীতে হাওর উন্নয়নে বড় ধরনের পরিকল্পনা গ্রহণ করা হবে।’
আনিসুল ইসলাম আরও বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের কেউ যদি অনিয়ম ও দুর্নীতি করে থাকে তাহলে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

/এআর/