সিলেটে ফুটপাত নিয়ন্ত্রণকারীদের চিহ্নিত করতে আদালতের নির্দেশ

syl footh pat pic 2

সিলেট সিটি করপোরশনের মেয়রকে সাত দিনের মধ্যে ফুটপাত দখল ও নিয়ন্ত্রণকারীদের নাম ও ঠিকানা দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সিলেট চিফ মেট্রোপলিটান আদালতের বিচারক মো সাইফুজ্জামান হিরো এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী আইয়ুব আলী।

ফুটপাত দখল নিয়ে সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আহমদ গত ১৭ মে সমিতির পক্ষ থেকে একটি আবেদন করেন। বৃহস্পতিবার ওই আবেদনের শুনানি শেষে আদালত প্রাঙ্গণসহ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিটি করপোরেশন কার্যালয়ের আশপাশের অবৈধ স্থাপনার নেপথ্যে থাকা নিয়ন্ত্রণকারীদের নাম ঠিকানা দাখিলের নির্দেশ দেন আদালত। এসময় তালিকা তৈরিতে সিটি করপোরেশনকে সহায়তা করার জন্য মহানগর কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়।

এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের মেয়র মেয়র আরিফুল হক চৌধুরী জানান,‘আদালতের দেওয়া আদেশ কপি পেয়েছি। পাওয়ার পরই বিষয়টি নিয়ে কোতোয়ালি থানা পুলিশের সঙ্গে বৈঠক করেছি। আদালতের নির্দেশনা অনুযায়ী দখলের নেপথ্যে থাকা ব্যক্তিদের নাম, ঠিকানা ও পরিচয় সাতদিনের মধ্যে দাখিল করার হবে।'

মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌছুল হোসেন জানান, ‘ফুটপাত নিয়ন্ত্রণকারী ও নেপথ্যে থাকা ব্যক্তিদের তালিকা তৈরির সময় সিলেট সিটি করপোরেশনকে সব রকম সহযোগীতা করার জন্য আদালত নির্দেশ দিয়েছেন। এ বিষয় নিয়ে মেয়রের সঙ্গে পুলিশের বৈঠক হয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন: হেফাজতের মামলায় জামিন পেলেন রফিউর রাব্বি