জেল সুপারের বিদায়ী অনুষ্ঠানে অতিথির তালিকায় কয়েদি: তদন্ত কমিটি গঠন

জেল সুপারের বিদায়ী অনুষ্ঠানে কয়েদিরা অতিথি (ছবি-সিলেট প্রতিনিধি)

সিলেট কেন্দ্রীয় কারাগারে সদ্য বিদায়ী সিনিয়র জেল সুপার ছগির মিয়ার বিদায়ী অনুষ্ঠানে দেবোত্তর সম্পত্তি আত্মসাৎ মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি রাগীব আলী ও তথ্য প্রযুক্তি মামলাসহ একাধিক মামলার আসামি রফিকুল ইসলাম ফেনু অতিথি হওয়ার ঘটনায় সিলেট জেলা প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে।

জেলা ম্যাজিস্ট্রেট আবু সাফাত মো. শাহেদুল ইসলামকে প্রধান করে গত ২২ জুলাই শনিবার তদন্ত কমিটি গঠন করা হয়।

গত ২০ জুলাই বাংলা ট্রিবিউন-এ ‘সিলেটে জেল সুপারের বিদায়ী অনুষ্ঠানে অতিথি রাগীব আলী!’ শিরোনামে সংবাদটি প্রকাশিত হয়। এ নিয়ে সিলেটে সমালোচনা ঝড় উঠে। প্রশ্ন উঠে কারা ব্যবস্থাপনা নিয়ে।

তদন্ত কমিটির প্রধান জেলা ম্যাজিস্ট্রেট আবু সাফাত মো. শাহেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কারাগারে জেল সুপারের বিদায়ী অনুষ্ঠানে কয়েদির অতিথি হওয়ার বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে কারাগারের জেল সুপারের সঙ্গেও কথাও হয়েছে।’ তদন্ত শেষে খুব শিগগিরই প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান তিনি।

/জেবি/

আরও পড়তে পারেন : ছাত্রীকে উত্ত্যক্ত করায় জুতার মালা পরিয়ে গ্রাম ঘোরানোর রায় সালিশে