মাইক্রোবাস-চান্দের গাড়ির মধ্যে সংঘর্ষে একজন নিহত

 দুর্ঘটনা

হবিগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোবাস ও চান্দেরগাড়ির মধ্যে সংঘর্ষে  একজন নিহত ও ১৫ যাত্রী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলো, জেলার বানিয়াচং উপজেলার তারাসই গ্রামের সাবান উল্লার ছেলে আব্দুল গণি (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ মাজারের ওরস থেকে একটি মাইক্রোবাস বানিয়াচং যাওয়ার পথে হবিগঞ্জগামী একটি চান্দের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাইক্রোবাসটি উল্টে গেলে ১৬ যাত্রী আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।  

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজিব চৌধুরী জানান, আহতদের মধ্যে গনি মিয়ার মাথায় আঘাত লাগায় প্রচণ্ড রক্ষকরণ হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে আসার পথেই তিনি মারা যান।

 আরও পড়ুন: শীতে কাঁপছে গাইবান্ধা