চাঁদার রশিদে বঙ্গবন্ধুর ছবি, সিলেটে জামায়াত নেতা গ্রেফতার

চাঁদার রশিদে বঙ্গবন্ধুর ছবি
সিলেটে বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে টাকা তোলার অভিযোগে দায়ের করা মামলায় এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ জানুয়ারি) ভোরে তাকে গ্রেফতার করা হয়। এর আগে মঙ্গলবার রাতে দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবুল মিয়া এই মামলাটি করেন। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ওসি আনোয়ার হোসেন।

মামলায় একই ইউনিয়নের জামায়াত নেতা মাওলানা সোলায়মানসহ কয়েকজনকে আসামি করা হয়।

জানা যায়, গত কয়েকদিন ধরে সিলেটের দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা সুলাইমান হোসেন বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে জালালপুর ফাউন্ডেশন এবং ওমর একাডেমি মাদ্রাসার নামে টাকা তুলছিলেন। অতীতেও তিনি একইভাবে টাকা তুলে নিজ দলের নেতাকর্মীদের পেছনে ব্যয় করেছেন বলে অভিযোগ রয়েছে।

সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ওসি আনোয়ার হোসেন জানান, মাওলানা সুলাইমান হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করে চাঁদা মামলা করা হয়েছে। বুধবার রাতে পুলিশ জালালপুর গ্রামে অভিযান চালিয়ে জামায়াত নেতা ড.হারুনুর রশিদকে গ্রেফতার করেছে।