মৌলভীবাজারে গ্যাসের পাইপ লাইনে অগ্নিকাণ্ড

মৌলভীবাজারমৌলভীবাজারের কুদালিছড়ায় গ্যাসের পাইপ লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গ্যাসের পাইপে ছিদ্র থেকে থাকায় এ ঘটনা ঘটেছে। তবে কীভাবে আগুন ধরেছে তা কেউ জানাতে পারেনি।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল সড়কের কুদালিছড়া ব্রিজের পাশে গ্যাসের পাইপ লাইনে আগুন ধরে যায়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্যাস পাইপ লাইনে ছিদ্র ছিল। সেখানে দিয়ে গ্যাস নির্গত হচ্ছিল। কর্তৃপক্ষকে মৌখিকভাবে বিষয়টি জানালে তারা এ ব্যাপারে কোনও পদক্ষেপ নেয়নি।এর ফলশ্রুতিতে বৃহস্পতিবার পাইপ লাইনে আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ফায়ার সার্ভিসের গাড়িতে পানি না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়। পরে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ গ্যাস লাইন বন্ধ করে দিলে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে সক্ষম  হন।

মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল মালেক জানান, পাইপ লাইন ছিদ্র থাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের গাড়িতে পানি না থাকায় আগুন নিভতে একটু বিলম্ব হয়েছে।তবে গ্যাস কর্তৃপক্ষ লাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।