জাফর ইকবালকে হত্যাচেষ্টার প্রতিবাদে শাবিপ্রবিতে মানববন্ধন

জাফর ইকবালকে হত্যা চেষ্টার প্রতিবাদে শাবিপ্রবিতে মানববন্ধনশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক ও বিশিষ্ট কথাসাহিত্যক ড. মুহম্মদ জাফর ইকবালকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করেছে শাবি শিক্ষক সমিতি। রবিবার (৩ মার্চ) সকাল ১১টার দিকে মানববন্ধন করা হয়।  

মানববন্ধনে হামলার প্রতিবাদে নিন্দা ও শাস্তির দাবি জানায় শিক্ষক সমিতি।

এছাড়া ড. মুহম্মদ জাফর ইকবালকে হামলার প্রতিবাদে দুপুর ১২টায় মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা। সম্মিলিত সাংস্কৃতিক জোট কর্তৃক আয়োজিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা হামলকারীর যোগানদাতাসহ এরকম ঘটনা যাতে পুনরায় না ঘটে তার জোর দাবি জানান। মানববন্ধন শেষে গণস্বাক্ষর কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা।

উল্লেখ্য, শনিবার বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মুক্তমঞ্চে এক অনুষ্ঠান চলাকালে দুর্বৃত্তের হামলার শিকার হন বিশিষ্ট কথাসাহিত্যক ড. মুহম্মদ জাফর ইকবাল।