হবিগঞ্জে বাল্যবিয়ে ঠেকালো পুলিশ

হবিগঞ্জহবিগঞ্জ শহরতলীর সুলতানশী গ্রামে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছে পুলিশ। তার নাম মুক্তা আক্তার (১৩)। সে সুলতানশী গ্রামের করিম মিয়ার মেয়ে ও তরফ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, অভিযান পরিচালনা করে বাল্যবিয়েটি বন্ধ করা হয়েছে। এছাড়াও তারা প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ের আয়োজন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, উভয় পরিবারের সম্মতিতে স্কুলছাত্রী মুক্তা আক্তারের সঙ্গে একই গ্রামের জায়েদ মিয়ার ছেলে মোশাহিদ মিয়ার বিয়ের আয়োজন করা হয়। ঘটনাটি জানতে পেরে রাত সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাইম ইসলাম ও এএসআই আতোয়ারের নেতৃত্বে একদল পুলিশ বাল্যবিয়ে রোধে ওই এলাকায় হানা দেয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বরসহ তার লোকজনসহ  পালিয়ে যায়। পরে বিয়েটি বন্ধ করে দেওয়া হয়।