খাগড়াছড়িতে ১৫ জেএমবি’র যাবজ্জীবন সাজা, একজন খালাস

খাগড়াছড়ি

২০০৫ সালের সিরিজ বোমা হামলার ঘটনায় করা মামলায় জেএমবি’র ১৫ সদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় আরেক জনকে বেকসুর খালাস দিয়েছেন  আদালত। সোমবার বিকাল ৩টার দিকে খাগড়াছড়ি স্পেশাল ট্রাইবুন্যালের জজ রত্নেশ্বর ভট্টাচার্য্য এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বিধান কানুনগো।

এর আগে আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এ মামলায় গ্রেফতার ১৫ আসামিকে আদালতে আনা হয়। এ মামলার ১৬ আসামির মধ্যে একজন প্রথম থেকেই পলাতক রয়েছে। তার অনুপস্থিতেই যাবজ্জীব্ন কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়।  

পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বিধান কানুনগো জানান, ২০০৫ সালের ১৭ আগস্ট খাগড়াছড়ির বিভিন্ন স্থানে জেএমবি’র সিরিজ বোমা হামলার ঘটনায় সদর থানায় জিআর ১৯৩/০৫ দায়ের করা হয়। ৬ মার্চ ২০০৬ সালে এই মামলার ১৬ জনকে আসামি করে চার্জশিট দেওয়া হয়।পরে এই মামলায় বাদী তদন্তকারী কর্মকর্তাসহ সর্বমোট ১৫ জন সাক্ষীর সাক্ষ্য দেন। মামলার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও আইনের আরেকটি ধারায় তাদের প্রত্যেককে দশ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। উভয় ধারার সাজা একত্রে চলবে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, (১) মো. আরিফুল ইসলাম @ আরিফ, পিতা- হাফেজ মো শহিদুল্লাহ, দিনাজপুর, (২) মো. শহিদুল ইসলাম @ শহিদ, পিতা- মৃত মোজাহার আলী,বাগের হাট, (৩) মো. রুহুল আমিন, পিতা- সুলতান মাহমুদ,খাগড়াছড়ি, (৪) মো. করিম আলী @ সাগর খান, পিতা- মৃত নওশাদ আলী,চাঁপাইনবাবগঞ্জ (৫) মো. ইসমাইল হোসেন জমাদ্দার, পিতা- আব্দুল মজিদ জমাদ্দার,বাগেরহাট,(৬) মো. মঞ্জু মিয়া, পিতা- মৃত লেহাজ উদ্দিন, খাগড়াছড়ি, (৭) রুহুল আমিন সুফী, পিতা- মোসলেম উদ্দিন হাওলাদার @ মোসলেম মুন্সি,খাগড়াছড়ি, (৮) এরশাদ @ সাকিব খান, পিতা- নূরুল হক, রংপুর, (৯) মো. বেলাল মিয়া, পিতা- নূরুল আলম মোয়াজ্জেম, খাগড়াছড়ি, (১০) হাফেজ মো. হাসান আল মাহমুদ @ হাসান, পিতা- মো. শাহজাহান, বরিশাল, (১১) মো. আসাদুজ্জামান @ সবুজ @ আলী, পিতা- মৃত মো. ওসমান আলী বিশ্বাস,ঝিনাইদহ, (১২) মো. এমদাদুল হক @ এমদাদ মাস্টার, পিতা- নূরুল ইসলাম, পিরোজপুর, (১৩) মো. ফারুক হোসেন @ ফারুক মাস্টার, পিতা- হাছেন আলী হাওলাদার, পিরোজপুর, (১৪) মো. এনায়েত উল্লাহ @ এনায়েত, পিতা- মাওলানা আ. সামাদ, গোপালগঞ্জ, (১৫) আবুজর @ আইয়ুব আলী @ দেলোয়ার, পিতা- মৃত জহুরুল হক।

এছাড়াও সাতক্ষীরা জেলার মৃত ওয়াজেদ আলী গাজীর ছেলে মো. আবুল কালাম আজাদ @ আহাম্মদ বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। আসামি মো. বেলাল মিয়া পলাতক থাকায় তার নামে সাজা পরোয়ানা ইস্যু করা হয়েছে।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবদুল মালেক মিন্টু বলেন, ‘আসামিরা ন্যায় বিচার পাননি। তারা এই আদেশের বিরুদ্ধে উচ্চাদালতে আপিল করবেন।’

উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের বিভিন্ন জেলার সঙ্গে একযোগে খাগড়াছড়ির মুক্তমঞ্চ, আদালত প্রাঙ্গণ ও হাসপাতাল এলাকায় সিরিজি বোমা হামলা চালায় জেএমবি।