হবিগঞ্জে ডাকাতির চেষ্টাকালে আটক ১, আহত ২

হবিগঞ্জ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডাকাতির চেষ্টাকালে এক ডাকাতকে আটক করেছে এলাকাবাসী। এছাড়া ডাকাতদলের হামলায় বাবা ও ছেলে আহত হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন, শানু মিয়া (৫৫) ও তার ছেলে ফয়সল মিয়া (২৫)। তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটক ডাকাত আউয়াল মিয়াকে (৩২) পুলিশী প্রহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে। সে বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের ছিদ্দিক আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর গ্রামের আহত শানু মিয়ার বাড়িতে ডাকাত দল হানা দেয়। এসময় শানু মিয়া ও তার পরিবারের সদস্যরা বিষয়টি আচ করতে পারে। পরে শানু মিয়া পার্শ্ববর্তী লোকজনকে বিষয়টি জানালে স্থানীয় লোকজনসহ তারা ডাকাতদের ধাওয়া দেয়। এসময় ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডাকাত ও স্থানীয়দের মধ্যে ধস্তাধস্তি হয়। এর এক পর্যায়ে শানু মিয়া ও তার ছেলে ফয়সল মিয়াকে কুপিয়ে আহত করে ডাকাতরা পালিয়ে যায়। এসময় এক ডাকাতকে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়। পরে পুলিশ তাকেও উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। 

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুজ্জামান জানান,আটক ডাকাতকে পুলিশী প্রহরায় চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্য ডাকাতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।