মুক্তিযুদ্ধ বিরোধীরা শক্তিশালী হওয়ার চেষ্টা করছে: শাজাহান খান




মৌলভীবাজারে জনসমাবেশে বক্তব্য দিচ্ছেন শাজাহান খানমুক্তিযুদ্ধ বিরোধী পক্ষ আরও শক্তিশালী হওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। তিনি বলেন,‘ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি জায়গায় কোটা সংস্কারের কথা বলে আন্দোলন করলো মুক্তিযুদ্ধ বিরোধীরা। রাতে বিশ্ববিদ্যালয়ের ভিসির বাড়িতে আক্রমণ করলো। তাদের উদ্দেশ্য- শেখ হাসিনার বিরুদ্ধে একটা খারাপ পরিস্থিতি সৃষ্টি করা। কিন্তু হাইকোর্ট মুক্তিযোদ্ধা কোটা থাকার পক্ষে রয়েছে।’

বৃহস্পতিবার (১৯ জুলাই) রাতে শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়ামে মৌলভীবাজার জেলা শ্রমিক কর্মচারী ও শ্রমিক পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শাহজাহান খান বলেন, ‘ যারা মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে কথা বলছেন, আন্দোলন করছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা স্বাধীনতার বিরোধী। তারা সরকারি চাকরিতে গেলে মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলবে। তাই আমরা তাদের সরকারি চাকরিতে চাই না। এ জন্য আমরা ছয় দফা দাবি দিয়েছি। যার প্রথম দফা হলো স্বাধীনতা বিরোধীরা যাতে সরকারি চাকরিতে না আসে সে ব্যাপারে সজাগ থাকা। তাছাড়া প্রধানমন্ত্র শেখ হাসিনারও এব্যাপারে নির্দেশ রয়েছে যে, স্বাধীনতা বিরোধীদের সন্তানদের কোনও সরকারি চাকরি দেওয়া যাবে না।’

নৌ পরিবহনমন্ত্রী বলেন, ‘ আমরা স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে এককভাবে লড়াইয়ে নেমেছি। কোনোভাবে বাংলার মাটিতে তাদের মাথা উঁচু করে দাঁড়াতে দেব না।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো.আজাদুর রহমান অদুদ। বক্তব্য রাখেন সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি আরও উপস্থিত ছিলেন– জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ্জালাল, শ্রীমঙ্গল মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. আব্দুল মুকিত। ট্রাক পরিবহন শ্রমিক নেতা মো. নুরু মিয়া ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, লাইট্রেস ও জীবগাড়ি পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়না মিয়াসহ সিলেট বিভাগের বিভিন্ন অঙ্গসংগঠনের শ্রমিক নেতারা।