হেলিকপ্টারে চড়ে ভোট দিতে গেলেন অর্থমন্ত্রী

হেলিকপ্টারে চড়ে সিলেটে আসেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতভোট দিতে হেলিকপ্টারে চড়ে ঢাকা থেকে সিলেটে গেলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সিলেট নগরীর বন্দরবাজার দুর্গাকুমার সরকারি পাঠশালা কেন্দ্রে সকাল পৌনে ১১টার দিকে তিনি ভোট দেন।

অর্থমন্ত্রী সোমবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সিলেট জেলা স্টেডিয়ামে অবতরণ করেন। তারপর তিনি গাড়িযোগে তার বাসায় আসেন। পরে রিকশাযোগে ভোটকেন্দ্রে যান। এ সময় পরিবারের সদস্যরাও তার সঙ্গে ছিলেন।

রিকশাযোগে ভোটকেন্দ্রে আসেন অর্থমন্ত্রীভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘ভোট সুষ্ঠুভাবেই হচ্ছে। বিএনপি অপপ্রচার চালাচ্ছে। বিকাল ৪টা পর্যন্ত  সুষ্ঠুভাবেই ভোটগ্রহণ করা হবে।’

ভোটকেন্দ্রে তার সঙ্গে আসেন ছেলে শাহেদ মুহিত, ভাই সুজন ও ভাতিজা মুকিম।

রিকশাযোগে ভোটকেন্দ্রে আসেন অর্থমন্ত্রীপরিবারের সদস্যরা জানান, ভোট দেওয়ার পর মন্ত্রী সাড়ে ১১টার দিকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করেন।

আরও খবর: