সিলেটে জামায়াতের প্রাপ্তি ১০ হাজার ভোট

এহসানুল মাহবুব জুবায়েরসিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১০ হাজার দুইশ ৫৪ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন জামায়াতের মেয়র প্রার্থী (মার্কা: ঘড়ি) অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। আর ৯০ হাজার ৪৯৬ ভোট পেয়ে প্রথম স্থানে রয়েছেন বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী এবং ৮৫ হাজার আটশ ৭০ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। ভোট গণনার পর বেসরকারিভাবে পাওয়া ফলাফলে এ তথ্য উঠে এসেছে।

অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ডা. মোয়াজ্জেম হোসেন খান (হাত পাখা) মার্কা নিয়ে পেয়েছেন ২১শ ৯৫ ভোট, সিপিবি-বাসদ মনোনীত প্রার্থী আবু জাফর (মই) মার্কায় পেয়েছেন ৯০০ ভোট, স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের (হরিণ) মার্কা নিয়ে পেয়েছেন ২৯৯ ভোট, বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলকারী নগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম আরিফুল হককে সমর্থন দিলেও ব্যালট পেপারে তার নাম ও মার্কা থাকায় তিনি পেয়েছেন ৮৮২ ভোট।

সিলেট সিটিতে মোট ১৩৪টি কেন্দ্রে ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৭১ হাজার ৪৪৪ জন এবং নারী ভোটার ছিল এক লাখ ৫০ হাজার ২৮৮ জন।