ওসমানী বিমানবন্দরে ১ কোটি ৪০ লাখ টাকার সোনার বারসহ নারী আটক

01সিলেট ওসমানী বিমানবন্দরে ২৪ পিস সোনার বারসহ ইয়াসমিন সুলতানা (৩০) নামে এক নারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। সোমবার (১৩ আগস্ট) সন্ধ্যায় তাকে আটক করা হয়। উদ্ধারকৃত সোনার ওজন ২৪ কেজি ৭৮৪ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা।

আটক সুলতানার বাড়ি ঢাকার মিরপুর এলাকার ইস্ট মনিপুরে। সোমবার সন্ধ্যায় তার চলাফেরায় শুল্ক গোয়েন্দাদের সন্দেহ হলে তার জুতা থেকে ১৪টি ও পেটের নিচ থেকে আরও ১০টি সোনার বার উদ্ধার করা হয়। এর আগে সুলতানা ওই দিন সন্ধ্যায় ফ্লাই দুবাই (ফ্লাইট নং-এফজেড ৫৯৬) করে সিলেট ওসমানী বিমানবন্দরে নামেন।

এপিবিএন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন বলেন, ‘সুলতানা নামে ওই নারীর পেটের নিচ ও জুতা থেকে ২৪ পিস সোনার বার উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা।’

তিনি আরও বলেন, ‘শুল্ক গোয়েন্দারা সুলতানার বিরুদ্ধে মহানগর পুলিশের বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তাকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’