নিহত মনির মিয়া নাটোর জেলা সদরের ছাতরুইয়া গ্রামের আব্দুল হকের ছেলে ও বাসের হেলপার।
ওসি জসিম উদ্দিন জানান, চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা সামী-জনি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস সিলেটের উদ্দেশে ছেড়ে আসে। বাসটি ওলিপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার মনির মিয়া নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ৮ জন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।
ওসি আরও জানান, নিহতের লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।