শ্রীমঙ্গলে পৃথক দুইটি স্থানে কুমারী পূজা অনুষ্ঠিত

Sreemangal Kumari Puja News Pic (2)শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী উপলক্ষে বিপুল উৎসাহ ও আনন্দঘন পরিবেশে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক দুইটি মণ্ডপে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। হাজারও ভক্তের উপস্থিতিতে অগ্নি, জল, বস্ত্র, ফুল ও বায়ু এই পাঁচ উপকরণে বুধবার (১৭ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল কলেজ রোডে অবস্থিত শ্রীশ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়ি ও উপজেলার রঘুনাথপুর আনন্দময়ী কালীবাড়িতে দেওয়া হয় ‘কুমারী’ মায়ের পূজা। কুমারী হিসবে ছিল অন্দ্রিলা চক্রবর্তী ও নন্দিনী চক্রবর্ত্তী অর্পা।
অন্দ্রিলার পিতার নাম চয়ন চক্রবর্তী এবং মায়ের নাম বর্ণালী চক্রবর্তী। সে হবিগঞ্জের রামচরণ প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। আর নন্দিনী উপজেলার বনগাও গ্রামের নূপুর চক্রবর্তীর মেয়ে। সে জামসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
সাধারণত ১ থেকে ১৬ বছরের সুলক্ষণা কুমারীর পূজা করা হয়। শাস্ত্রমতে আশা করা হয়, কুমারী পূজার মাধ্যমে নারী জাতি হয়ে উঠবে পবিত্র ও মাতৃভাবাপন্ন।
আগামী শুক্রবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই দুর্গোৎসব।

Sreemangal Kumari Puja News Pic (4)