মৌলভীবাজারে নিরাপত্তা চাইলেন বিএনপি প্রার্থী, রাতে তার ছেলের গাড়িতে হামলা

মৌলভীবাজারমৌলভীবাজার-৪ শ্রীমঙ্গল-কমলগঞ্জ নির্বাচনি আসনে বিএনপির প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব সোমবার দুপুরে জীবনের নিরাপত্তা চেয়ে মৌলভীবাজার রিটার্নিং কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করেছেন। এই ঘটনার পরে রাতে তার ছেলে মঈদ আশিক চিশতীর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১৭ ডিসেম্বর) রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি মো. নূরুল আলম সিদ্দিকী এই অভিযোগ করেন।

রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগে হাজী মুজিব উল্লেখ করেছেন, নির্বাচনি প্রচার চালাতে গিয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার পোস্টার ছিঁড়ে একই স্থানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার লাগানো হচ্ছে। নির্বাচনি প্রচারণায় যাতায়াতের পথে হেলমেটধারী অজ্ঞাত কিছু যুবক মোটরসাইকেল নিয়ে তার গাড়িকে অনুসরণ করে। যে কারণে তিনি ও তার নেতাকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এছাড়াও তার দলের নেতাকর্মীকে গণগ্রেফতার করা হচ্ছে।

এদিকে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি মো. নূরুল আলম সিদ্দিকী জানান, ‘সোমবার সন্ধ্যায় নির্বাচনি প্রচারণা শেষ করে শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জ যাওয়ার পথে লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশ পথে কিছু দুস্কৃতকারী বিএনপি প্রার্থীর ছেলে মুঈদ আশিক চিশতীর গাড়িতে হামলার চেষ্টা চালায়। দুস্কৃতকারীরা চিশতীর চলন্ত গাড়িতে আঘাত করলে গাড়ির গ্লাস ভেঙে যায়। তারা চরম আতঙ্কের মধ্যে আছেন।’

এ বিষয়ে জানতে চাইলে মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. তোফায়েল ইসলাম বলেন, ‘অভিযোগের চিঠি হয়তো আমার অফিস রিসিভ করেছে।  আমার হাতে এখনও অভিযোগ আসেনি।’