শ্রীমঙ্গলে বাড়ছে শীত, কাহিল দরিদ্র মানুষ

চা শ্রমিককের মাঝে শীতবস্ত্র বিতরণ শ্রীমঙ্গলেচা বাগান, পাহাড়ী এলাকা ও হাওরবেষ্টিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আবারও শীত বাড়তে শুরু করেছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত কনকনে শীতের কারণে কাহিল হয়ে পড়ছেন চা-শ্রমিক ও হাওর এলাকার দরিদ্র ছিন্নমূল মানুষ। শীত মোকাবেলায় স্থানীয় প্রশাসনের প্রস্তুতি খুব সামান্য। পর্যাপ্ত শীতবস্ত্র না থাকায় খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বাড়ছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতজনিত রোগবালাইও।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার মো. আনিস আহমেদ বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, বুধবার (১৬ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গলে তাপমাত্রা রের্কড হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন মঙ্গলবার ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকালে ঘন কুয়াশার কারণে শীত বেশি অনুভূত হয়। তবে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।
মৌলভীবাজার ৪ আসনের সাংসদ উপাধ্যক্ষ ড.আব্দুস শহীদ তার নির্বাচনি এলাকা শ্রীমঙ্গল ও কমলগঞ্জ এইটি উপজেলায় চা শ্রমিক ও ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে।
মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আশরাফুর রহমানের ভাষ্য, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত  ২৫ হাজার কম্বল বিতরণ করা করা হয়েছে। এসব কম্বল চা শ্রমিক, হাওর এলাকার ছিন্নমূল দরিদ্র মানুষের মধ্যে বিতরণ করা হয়। আরও শীতবস্ত্র বিতরণ করা হবে।’
মৌলভীবাজারের কৃষি সম্প্রসারণ অধিদফতরর উপ-পরিচালক মো.শাহজাহানের কাছে শীতে কৃষিখাতে কোন প্রভাব আছে কি না জানতে চাইলে তিনি বলেন, জেলায় এই শীতে ধানের চারা ও সবজিতে কোনও প্রভাব পড়বে না।