বড়লেখায় ৫০-৭০টি পরিবার পাচ্ছে বিনামূল্যের ঘর

আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে ইউএনও শামীম আল ইমরানপ্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার প্রকল্পের আওতায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ৫০-৭০টি পরিবারকে পুনর্বাসনের জন্য কার্যক্রম হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। গৃহহীন ও দরিদ্র এমন পরিবারকে সরকারি খরচে ঘর বানিয়ে দেওয়া হবে।

বড়লেখা আশ্রয়ন প্রকল্প পরিদর্শনকালে বৈঠকে উপজেলা প্রশাসনশুক্রবার (১২ এপ্রিল) বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নে অগ্রাধিকার প্রকল্পের আওতায় আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নের জন্য জায়গা পরিদর্শন করেছেন বড়লেখা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামীম আল ইমরান। তার সঙ্গে বড়লেখা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবাউদুল্লাহ খান, তালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাসসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। 

বড়লেখা আশ্রয়ন প্রকল্প পরিদর্শনইউএনও শামীম আল ইমরান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই প্রকল্পের আওতায় উপজেলার তালিমপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে দুই একর জমিতে ৫০-৭০টি পরিবারকে সরকারি খরচে ঘর বানিয়ে দেওয়া হবে। প্রথমতো আমরা জমি রেডি করছি। স্টিমিট তৈরির পর জানা যাবে কত টাকা ব্যয় হবে।’

আরও পড়ুন: বড়লেখায় নতুন ইউএনও শামীম আল ইমরান