হবিগঞ্জে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই

হবিগঞ্জে আগুনে ১০টি দোকান পুরে ছাই

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনের খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিয়ন এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

শায়েস্তাগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ আরিফুল ইসলাম জানান, শুক্রবার রাত সোয়া ১টার দিকে শায়েস্তাগঞ্জের বাছিরগঞ্জ বাজারে সোহেল মিয়ার ওয়ার্কশপ থেকে আগুনের সূত্রপাত হয়।পরে মুহূর্তের মধ্যেই আগুন বাজারের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আগুনে ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা বলে ধারনা করা হচ্ছে। আগুনে একটি হার্ডওয়্যারের দোকান, একটি তুলার দোকান, একটি কনফেকশনারি ও মোটরসাইকেল পার্সের দোকানসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেছে।